ইদানিং বেশিরভাগ মোবাইল এবং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো USB-C ক্যাবল ব্যবহার করে।ফলে বর্তমান বাজার প্রায় পুরোটাই USB-C এর দখলে।কিন্তু আমরা অনলাইন- অফলাইন মার্কেটে USB-C ক্যাবলের দামের ক্ষেত্রে অনেক তারতম্য দেখি।ফলে অনেকেই কম দামি ক্যাবল কিনে ব্যবহার করছেন।কিন্তু কেন দামের এই তারতম্য এবং এর ফলে মোবাইল / কিংবা কম্পিউটারের কোন ক্ষতি হচ্ছে কি না সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো।
প্রথমত USB-C কথাটি শুধুমাত্র এর ফিজিক্যাল আকৃতি বোঝায়।প্রটোকল আলদা আলাদা হয়।তাই USB-C দেখলেই সবগুলো সমান ধরে নেবেন না,কারণ প্রটোকল এবং আরো কিছু জিনিসের উপর ক্যাবলের ভালো - খারাপ নির্ভর করে। USB-C তে USB 3.1,3.0,2.0 এই তিন ধরনের স্পিড রয়েছে।কিছু কিছু ক্যাবলে 3.1 এর Gen-2 ব্যবহার করা হয়,যার মাধ্যমে প্রতি সেকেন্ড প্রায় ১০ গিগাবাইট ডাটা ট্রান্সফার করা যায়।কিন্তু ক্যাবল ভালো না হলে ঐ একই পরিমাণ ডাটা ট্রান্সফার করতে অনেক সময় লাগতে পারে।কমদামী ক্যাবল ব্যবহার করলে অনেক সময় কম্পিউটারের পোর্ট পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে।তাছাড়া এটি তখন আপনার ডিভাইসের জন্যও ক্ষতিকর হতে পারে।তাই USB-C ক্যাবলে এই সমস্যা না হবার জন্য কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়।কিন্তু কমদামী ক্যাবল বানাতে গিয়ে অনেক সময় এগুলো বাদ দেয়া হয়।তাই অনলাইন বা অফলাইন ক্যাবল ক্রয়ের ক্ষেত্রে কম্পানি এবং পণ্যের রিভিউ দেখে কিনুন।তাছাড়া চেস্টা করবেন ফোনের সাথে দেয়া ক্যাবলই সমসময় ব্যবহার করতে।USB-C ক্যাবল ঘটিত সমস্যা থেকে মুক্ত থাকুন।
0 Comments
If you have any doubts, please let me know.