সাধারণত অ্যান্ডোয়েড ডিভাইস ব্যবহারের পেছনে অন্যতম কারণ হচ্ছে কাস্টমাইজেশন।প্রায় সবাই ওয়ালপেপার কাস্টমাইজ করে থাকেন।ওয়ালপেপারের মাধ্যমে আমরা,আমাদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারি।  কিন্তু পারফেক্ট ওয়ালপেপার বলতে কিছুই নেই।কারণ কোন ওয়ালপেপার বেশিদিন ব্যবহার করলে বিরক্তি চলে আসে।তাই আপনাদের কিছু চমৎকার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব।যাতে নিয়মিত আপনাদের ফোনে নিত্যনতুন লুক আনতে পারেন। 




Zedge: এই অ্যাপটি প্রথমে ওয়েবসাইট বা সার্ভিস হিসেবে ছিলো,যখন অ্যান্ডোয়েড বা আইওএস বাজারেই আসেনি।বর্তমানে এই অ্যাপটি ওয়ালপেপার, ভিডিও ওয়ালপেপার,রিংটোন সহ অনেকগুলো সার্ভিস দিচ্ছে।তাই ফোন কাস্টমাইজ করার ক্ষেত্রে এই অ্যাপ সবার পছন্দের তালিকায় থাকবেই।অ্যাপটির ফ্রি ভার্সনেও তেমন কোন ঝামেলা নেই।যদিও কিছু কিছু ক্ষেত্রে এড দেখায়,তবে আপনারা চাইলে পেইড ভার্সন ব্যবহার করতে পারেন।প্রিমিয়াম ক্যাটেগরির কিছু ব্যবহার করতে চাইলে এড দেখতে হবে।





Walli: সবচেয়ে ইউনিক ওয়ালপেপার তৈরি করার জন্য এই অ্যাপে অনেক প্রতিভাবান শিল্পীরা কাজ করেন।কিছুটা সোশ্যাল মিডিয়ার মতো এখানে শিল্পীদের ফলো করা যায়।অথাৎ আপনার যার কাজ ভালো লেগেছে, আপনি তাকে ফলো করতে পারেন। তাহলে তাদের পরের কাজগুলোও দেখতে পারবেন।এই অ্যাপে প্লেলিস্ট তৈরি করে নির্দিষ্ট সময় পরপর ওয়ালপেপার পরিবর্তন করা যায়।তাই বারবার ওয়ালপেপার পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।





Walloop: বর্তমানে প্রায় সবাই  লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে চায়।এই অ্যাপটিতে বিভিন্ন ক্যাটাগরির লাইভ ওয়ালপেপার রয়েছে।প্রতিনিয়ত আপডেট হয় এই অ্যাপটি।কিন্তু এই অ্যাপটিতে প্রচুর এড দেখায়। কিছু কিছু ওয়ালপেপার ব্যবহার করতে হলে ১০-১৫ টি চাবি লাগে।একটা এড দেখলে ৩-৫ টা চাবি পাওয়া যায়।তাই এড যাদের ক্ষেত্রে সমস্যা নয়,তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।এই অ্যাপটির কোন পেইড ভার্সন নেই। 


App download link:
 
Zedge: 

https://play.google.com/store/apps/details?id=net.zedge.android

Walli:

https://play.google.com/store/apps/details?id=com.shanga.walli

Walloop:

https://play.google.com/store/apps/details?id=com.luzapplications.alessio.topwallpapers